উলুপাড়া বন্ধন সোসাইটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের কিচু মুহুর্ত
উলুপাড়া বন্ধন সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকি আলোচনা সভা উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।উলুপাড়া বন্ধন সসোসাইটির কার্যকরি পরিষদের সদস্য জাহিদুল মনোয়ার হৃদয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ১ নং জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান জনাব শওকত আকবর পলাশ ভাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলুপাড়া বন্ধন সোসাইটির উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব মাষ্টার জাপর আহম্মেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উলুপাড়া বন্ধন সোসাইটির সহ -সভাপতি ফরহাদ হোসেন আকাশ। ব্লাড বিষয়ে আলোচনা রাখেন উলুপাড়া বন্ধন সোসাইটির ব্লাড ম্যানেজার সবুজ মহসিন। সভায় উলুপাড়া বন্ধন সোসাইটি সভাপতি মোঃ ফয়সাল হোসেন উলুপাড়া বন্ধন সোসাইটির সফলতা গুলো তুলে ধরেন ।এছাড়া ও বিভিন্ন গন্য মান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।


0 comments:
Post a Comment